বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত এতিম দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রী, যাদের বাবা নেই অথবা বাবা মা দুজনই নেই। অর্থের অভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারছে না। বাংলাদেশের ঐ সকল এতিম অসহায় ছাত্র/ছাত্রীদের জন্য দাতা সংস্থা Canada Bangladesh Muslim Society (CBMS) Canada, Orphan Children Scholarship Program-২০২৫-২০২৬ ” প্রকল্পের মাধ্যমে ১৫ বৎসরের কম বয়সি এতিম ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত (পার্বত্য জেলা ব্যতিত) মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯০ জন এতিম দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদে লেখাপড়া ও অন্যান্য খরচ বাবদ মনোনীত প্রত্যেক এতিম ছাত্র/ছাত্রীকে বছরে তিনটি কিস্তিতে ১০ হাজার টাকা করে মোট ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকা প্রদান করা হবে। উক্ত বৃত্তির ১ম কিস্তির টাকা দাতা সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা এবং শিক্ষার্থীদের বৈধ অভিভাবকগনের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ব্যাংক চেকের মাধ্যমে বিতরণ করা হয়।